আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল হয়ে গেল জ্যাকসন হাইটস্ এর একটি রেস্টুরেন্টে ।

May 22, 2025


News

 নিউইয়র্ক: আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল হয়ে গেল জ্যাকসন হাইটস্ এর একটি রেস্টুরেন্টে । ক্লাব কর্মকর্তা ও সদস্য ছাড়াও এই ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


গত ১৭ মার্চ নিউইয়র্কের সানাই রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি শওকত ওসমান রচি ও ইফতার মাহফিল পরিচালনা করেন সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার । রমজান মাসের বরকত ও শান্তি কামনা করে ইফতার মাহফিলে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সাপ্তাহিক প্রবাস পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ ওয়ালিউর রহমান।


ক্লাব সভাপতি শওকত ওসমান রচি তার বক্তব্যে রমজানের পবিত্রতা ও সম্প্রীতির বার্তা তুলে ধরেন। তিনি বলেন, এ পবিত্র মাস আমাদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে। এ ইফতার মাহফিলের মাধ্যমে আমেরিকায় বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সাথে ক্লাব কর্মকর্তা ও সদস্যদের বন্ধন আরও দৃঢ় হবে এটাই আমাদের প্রত্যাশা। সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার অনুষ্ঠানের সফল আয়োজনে সকলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা আমাদের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যকে ধারণ করে এখানে একটি সুন্দর সমাজ গঠনে কাজ করে যাচ্ছি। আমরা আপনাদের সহযোগিতা চাই।